FacebookTwitterGoogleYoutube

সার্কুলার/ বিজ্ঞপ্তি Archive

সার্কুলার/ বিজ্ঞপ্তি Files

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সহকারী পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানের তালিকা প্রকাশ প্রসঙ্গে

Updated on 30 জুন 2013

  • স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৩য় হতে ৮ম বিসিএস পর্যন্ত এবং ক্যাডারভুক্ত ষষ্ঠ গ্রেডভুক্ত, নন-ক্লিনিক্যাল পদে কর্মরত আছেন, ডিপিসির মাধ্যমে সহকারী পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানের বিষয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কর্মকর্তার তথ্যাদি ভুল/ অসম্পূর্ণ এবং প্রকাশিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমন হয়ে থাকলে, আগামী ১৬/০৪/২০১৩ ইং বেলা তিনটার মধ্যে তথ্যাদি/ কাগজপত্রাদি পরিচালক (প্রশাসন) , স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-এর FAX- 8824116 এর দৃষ্টি আকর্ষণে প্রেরনের জন্য অনুরোধ করা হল। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

বাংলা নববর্ষ ১৪২০ উদযাপনের উপলক্ষ্যে ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে।

Updated on 26 জুন 2013

  • সংস্কৃত বিষয়ক মন্ত্রণালইয়ের গত ০৬/০৩/২০১৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ক্রমিক নং ১১ অনুযায়ী আসন্ন বাংলা নববর্ষ ১৪২০ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের উপলক্ষ্যে আপনার নিয়ত্রনাধীন হাসপাতাল/ হাসপাতালসমূহে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের প্রয়জনীয় ব্যাবস্থা গ্রহন করতে বলা হয়েছে। নির্দেশনাটি এখানে সংযুক্ত আছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কমিউনিটি ক্লিনিকের সুপারভিশন ও মনিটরিং জোরদার করার নিমিত্তে পরিপত্র

Updated on 26 জুন 2013

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের সর্বত্র এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পল্লী এলাকার হতদরিদ্র এবং সুবিধাবঞ্ছিত জনগোষ্ঠী সেবা পাচ্ছেন। এই সেবা কার্যক্রমকে মানসম্মত ও আরও অধিকতর বেগবান করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সুপারভিশন ও মনিটরিং জোরদার করার নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণকে এই পরিপত্রে উল্লেখিত নির্দেশনা মোতাবেক কমিউনিটি ক্লিনিকসমূহ পরিদর্শন করার জন্য অনুরোধ করা হল। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

কর্মচারীদের বদলির ও নিয়োগের নির্দেশ

Updated on 30 জুন 2013

  • স্বাস্থ্য অধিদপ্তর আদেশ জারী করে এই বিজ্ঞপ্তিতে বর্ণিত কর্মচারীদের তাদের নামের পাশে উল্লিখিত পদে অ কর্মস্থলে বদলি করেছে। এই আদেশ জারীর তিন (০৩) দিনের মধ্যে উল্লিখিত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় চার (০৪) দিনের দিন হতে সরাসরি অব্যহতি পেয়েছেন বলে ধরা হবে। সংযুক্ত আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লাইন ডাইরেক্টর, আই.এস.টি / কমিউনিকেশন ডিজিজেস কন্ট্রোল / মেটারনাল, নিওনেটাল, চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট হেলথ (এমএনসিএইচ) এর অধীনে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে এবং নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উন্নত খাবার পরিবেশনের নির্দেশ

Updated on 27 জুন 2013

  • মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আপনার আওতাধীন সকল সরকারি হাসপাতালে উন্নত মানের খবার পরিবেশনের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন।

আউট রিচ শিডিউল ২০১৩

Updated on 27 জুন 2013

  • চট্রগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ তাহামিনা বানু কর্তিক Out Reach Schedule 2013 এখানে সংযুক্ত আছে। বিজ্ঞপ্তিটি পেতে এখানে ক্লিক করুন।

হাতে লিখা আবেদনপত্র গ্রহন/ উপস্থাপন না করার নির্দেশ

Updated on 27 জুন 2013

  • সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারীগণ বিভিন্ন আবেদনপত্র হাতে লিখে অধিদপ্তরে দিয়ে থাকেন যা আই টির এই সময়ে অনভিপ্রেত। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল মানসস্পন্ন, জীবাণুমুক্ত ও নিরাপদ: স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য

Updated on 27 জুন 2013

  • ঢাকা, ১২ মার্চ ২০১৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনস্ত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ এখলাসুর রহমান এক বিবৃতিতে বলেন ‘যে আজকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ব্যাবরিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল মানসস্পন্ন, জীবাণুমুক্ত ও নিরাপদ’। তিনি বলেছেন “TUV/ SUV pte Ltd” নামক সিংগাপুরের ল্যাবরেটরিতে (WHO Prequalified ) পরীক্ষিত রিপোর্টে দেখা গেছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে ভিটামিন ‘এ’ এবং ‘ই’ সঠিক মাত্রায় আছে এবং এগুলো জীবাণুমুক্ত ও নিরাপদ। তাই পত্রপত্রিকায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোজের মাধ্যামের লিখা দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। আজকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করুন। তার লিখা বক্তব্যটি দেখতে এখানে ক্লিক করুন।

৩১ তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকৃত প্রার্থীদের তালিকা

Updated on 27 জুন 2013

  • ৩১ তম বিসিএস ২০১১ ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে জারীকৃত প্রজ্ঞপনের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত প্রজ্ঞাপনের পাশে উল্লিখিত প্রার্থীদের তাদের নামের পাশে লিখা প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনটি পেতে এখানে ক্লিক করুন।

কর্মকর্তাদের বদলীর নির্দেশ

Updated on 27 জুন 2013

  • এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত কর্মকর্তাদের তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলী হয়ে তাদের নামের পার্শে বর্ণিত পদ ও কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিসিএস ( স্বাস্থ্য ) ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রসঙ্গে

Updated on 27 জুন 2013

  • <p><span style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; font-size: 13px; vertical-align: baseline; background-color: #f4f4f4; font-family: Helvetica, Arial, sans-serif; line-height: 21.75px; text-align: justify; word-spacing: 2px; color: #000000;">বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস ক্রম ১১ হতে ৩১ পর্যন্ত যে সকল কর্মকর্তাগণ এখোনো বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেননি তারা এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত ছক অনুযায়ী বিস্তারিত তথ্য সাত (৭) কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হল। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।</span></p>

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ বিভাগের কর্মকর্তাগণের সিভিল সার্জন পদে পদায়ন

Updated on 27 জুন 2013

  • বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ বিভাগের কর্মকর্তাগণের সিভিল সার্জন পদে পদায়নের লক্ষ্যে আগামী ১৪/০২/২০১৩ তারিখে রোজ বৃহস্পতিবার বেলা ৩.০০ ঘটিকাইয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের কক্ষে (কক্ষ নং-৩৩২, ভবন নং-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এই নোটিশের সংযুক্ত সকল কর্মকর্তাগণকে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হল। নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন।

মেডিকেল টেকনলজিস্ট ( স্যানেটারি ইন্সপেক্টর ) দের চাকুরী বহি ও অন্যান্য তথ্যাদি প্রেরন প্রসঙ্গে

Updated on 27 জুন 2013

  • জেলা স্যানেটারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়ার লক্ষ্যে আপনার অধীনস্ত জেলা স্যানেটারি ইন্সপেক্টর ( নিজ বেতনে ) ও উপজেলা পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনলজিস্ট ( এসআই ) দের চাকুরী বহি, বিগত ৫ বছরের এসিআর, চাকুরীর সন্তোষজনক প্রত্যয়ন পত্র এবং বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়ন পত্র জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩১ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়নকৃত ডাক্তারদের নিয়োগের তালিকা

Updated on 27 জুন 2013

  • ৩১ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়নকৃত ডাক্তারদের নিয়োগের তালিকা। ডেন্টাল সার্জন পদে নিম্ন সংযুক্ত তালিকা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হল।

: সকল সিভিল সার্জন এবং ইউএইচআফপিও দের জন্যে জরুরি বিজ্ঞপ্তি

Updated on 27 জুন 2013

  • মাঠ পর্যায়ের কর্মিদের কার্যক্রম দক্ষতার সাথে পর্যবেক্ষন এবং তা কমউনিটি স্তর পর্যন্ত বিস্তার করা সংক্রাত্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি পেতে এখানে ক্লিক করুন।