FacebookTwitterGoogleYoutube

সার্কুলার/ বিজ্ঞপ্তি Archive

সার্কুলার/ বিজ্ঞপ্তি Files

ঈদের পরের দিন সরকারি হাসপাতালসমূহের বহিঃবিভাগ সল্প পরিসরে খোলা রাখা প্রসঙ্গে

Updated on 01 সেপ্টেম্বর 2013

  • আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর/ ২০১৩ (১৪৩৪ হিজরী )-এর সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্ত পবিত্র ঈদ-উল-ফিতর এর পরের দিন (সরকারি ছুটি) সীমিত আকারে সরকারি হাসপাতালের বহিঃবিভাগ খোলা রাখা এবং জরুরী বিভাগের ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশনাটি এখানে সংযুক্ত আছে,  নির্দেশনাটি পেতে এখানে ক্লিক করুন

সরাসরি নিয়োগযোগ্য ২৪৬২ (দুই হাজার চারশত বাষট্টি) টি খালি পদে জনবল নিয়োগের ছাড়পত্র প্রদান

Updated on 01 সেপ্টেম্বর 2013

  • স্বাস্থ্য অধিদপ্তরাধীন ৫০টি সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সরাসরি নিয়োগযোগ্য ২৪৬২ (দুই হাজার চারশত বাষট্টি) টি খালি পদে জনবল নিয়োগের ছাড়পত্র প্রদানের ভিত্তিতে স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় একটি পরিপত্রের মাধ্যমে নির্দেশ দিয়েছে নির্দেশনাটি এখানে সংযুক্ত আছে, নির্দেশনাটি পেতে এখানে ক্লিক করুন

রেডিওথেরাপী বিভাগের যন্ত্রপাতির তথ্য প্রেরণ সম্পর্কে

Updated on 30 জুলাই 2013

  • এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন মেডিকেল কলেজকে এখানে সংযুক্ত ছক মোতাবেক আপনার প্রতিষ্ঠানের রেডিওথেরাপী বিভাগের যন্ত্রপাতির তথ্য আগামী তিন (০৩) মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

তথ্য প্রেরণের নির্দেশ

Updated on 30 জুলাই 2013

  • যে সকল চিকিৎসক এনাটমি/ ফিজিওথেরাপি/ প্যাথলজী/ মাইক্রবায়োলজি/ ফার্মাকোলজি/ বায়োক্যামিস্টি/ ফরেনসিক মেডিসিন/ কমিউনিটি মেডিসিন বিভাগে পোস্ট গ্রাযুয়েট ডিগ্রি অর্জন করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এম / সার্জন/ সহকারি সার্জন/ প্রভাষক হিসেবে কর্মরত আছেন তাদের বিস্তারিত তথ্য নিম্নের ছক অনুযায়ী প্রেরণ করতে বলা হয়েছে নির্দেশনাটি পেতে এখানে ক্লিক করুন

বিষয়: ২০১০ এবং ২০১২ ইং সালে নিয়োগকৃত এডহক (নন ক্যাডার) সহকারী সার্জনদের চাকুরী স্বাস্থ্য ক্যাডারে নিয়মিতকরণ প্রসঙ্গে।

Updated on 26 জুন 2013

  • স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় কর্তৃক ২০১০ এবং ২০১২ ইং সালে নিয়োগকৃত এডহক (নন ক্যাডার) সহকারী সার্জনদের চাকুরী স্বাস্থ্য ক্যাডারে নিয়মিতকরণের লক্ষে নিম্নে সংযুক্ত ফরমাট অনুযায়ী সংশ্লিষ্ট তথ্যাদি জরুরী ভিত্তিতে প্রয়োজন। এই কারণে কর্মরত সকল এডহক (নন ক্যাডার) ডাক্তারগণকে সংযুক্ত ফরমাট অনুযায়ী দুই কপি কাগজ ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমাদেয়ার নির্দেশ দেয়া হল। এখনে ফর্মটির ফরমাট সংযুক্ত আছে।

কর্মচারীদের বদলি ও পদায়নের নির্দেশ

Updated on 26 জুন 2013

  • স্বাস্থ্য অধিদপ্তর পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে বর্ণিত কর্মচারীদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে হতে বদলি করে তাদের নামের পাশে উল্লিখিত পদে ও কর্মস্থলে বহাল করেছে। সংযুক্ত আরেকটি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের ২১/৫/২০১৩ তারিখের বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) দের জাতীয় বেতন স্কেল ২০০৯ মোতাবেক জেলা স্যানিটারি ইন্সপেক্টর এর শুন্য পদে পদোন্নতি প্রদান পূর্বক তাদের নামের পাশে বর্নিত স্থানে পদায়ন করা হল। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

৫ম বিসিএস হতে ১৫ বিসিএস পর্যন্ত কর্মকর্তাদের সিনিয়র বেতন স্কেলে উন্নিত করন প্রসঙ্গে

Updated on 26 জুন 2013

  • স্বাস্থ্য অধিদপ্তেরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিস্থানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের ৫ম বিসিএস হতে ১৫ বিসিএস পর্যন্ত যে সকল কর্মকর্তাগণ (১৮,৫০০/-,২৯,৭০০/-) টাকার স্কেলে আদ্যবধি সিনিয়র স্কেল পান নাই, তাদের আগামী ৩০/০৬/২০১৩ ইং তারিখের মধ্যে সিনিয়র স্কেলের আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের ৬-ষ্ঠ তলায় কক্ষ নং-৬০৪ এর এসিআর শাখায় ৬ বৎসরের হালনাগাদ এসিআরসহ আবেদনপত্র দাখিল করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সিলেকশন গ্রেড প্রদান প্রসঙ্গে

Updated on 26 জুন 2013

  • স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং উক্ত জি,ও-তে উল্লেখিত পদধারীদের-কে সন্তোষজনক ০৫ (পাঁচ) বছর পূর্তিতে গত ১৮/০১/২০১৩ তারিখ থেকে সিলেকশন গ্রেড মঞ্জুরীর প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে

Updated on 26 জুন 2013

  • আপনার নিয়ন্ত্রনাধীন যে সকল চিকিৎসক কর্মকর্তা সংযুক্তিতে কর্মরত আছেন (ওএসডি এবং সরাসরি) তাদের তথ্যাদি আগামী দুই (২) দিনের মধ্যে এই প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী কর্মকর্তার নিকট জরুরী ভিত্তিতে পাঠানোর জন্যে অনুরোধ করা হল। প্রজ্ঞাপনটি এখানে সংযুক্ত আছে।

সকল কর্মকর্তা/ কর্মচারীর একদিনের বেতন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে প্রদান সম্পর্কে

Updated on 08 সেপ্টেম্বর 2013

  • সাভারের বেদনাদায়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সাহায্যার্থে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

Young Software Development Showcase & e-Health Innovation Workshop

Updated on 26 জুন 2013

  • There are many young enthusiasts and software developers in the society. Some of them may have the brightest idea on how an app or application or software can help improve our existing situation. Some may have already developed app, application or software. Ours is a government agency for health services under the Ministry of Health & Family Welfare of Bangladesh. Therefore, we are interested in health, population and nutrition issues. To know whom of you has the brightest idea and whom of you have developed the best kind of app, application or software, the Management Information System (MIS) of the Directorate General of Health Services (DGHS) is going to organize a 1-day workshop in Dhaka titled “Young Software Development Showcase & e-Health Innovation Workshop” in 25th May 2013.

স্বাস্থ্য সহকারীদের শুন্য পদের তালিকা

Updated on 26 জুন 2013

  • সমগ্র বাংলাদেশের (৭টি বিভাগের) স্বাস্থ্য সহকারীদের শুন্য পদের তালিকা প্রেরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হতে তথ্য চাওয়া হয়েছিল। সেই অনুসারে তালিকা পাওয়া গেছে। এখানে বিভাগ ও জেলাওয়ারী শূন্য পদের তালিকা দেয়া হয়েছে। হালনাগাদকৃত শূন্য পদের তালিকার ব্যপারে বর্ণিত তালিকা সঠিক কিনা মতামতসহ শূন্য পদের তালিকা আগামী ১৫/৫/২০১৩ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে যতটি শূন্য পদ আছে ততটি প্রেরণ করতে হবে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মকর্তা ও কর্মচারীদের ১৯৮৫ নিয়োগবিধি (সংশোধন) প্রণয়ন প্রসঙ্গে

Updated on 26 জুন 2013

  • বাংলাদেশ স্বাস্থ্য বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মকর্তা ও কর্মচারীদের ১৯৮৫ নিয়োগবিধি সংশোধন ও হালনাগাদ করার জন্য আপনার প্রতিষ্ঠানে সৃষ্ট পদগুলোর খসড়া পদগুলি নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করার জন্য এই বিজ্ঞপ্তিতে বর্নিত তথ্যাদি হার্ড কপি এবং সফট কপিতে এই স্মারক জারীর দিন হতে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন (০৩)জন কর্মকর্তার যোগদানের প্রজ্ঞাপন

Updated on 26 জুন 2013

  • ৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন (০৩)জন কর্মকর্তাকে ০২/০৫/২০১৩ তারিখে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিষয়ে সংযুক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত দিক-নির্দেশনা অনুসরন করতে হবে। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে এবং দিক-নির্দেশনা পেতে এখানে ক্লিক করুন।

হাসপাতালে ফরমালিনের প্রয়োজনীয়তার বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে

Updated on 27 জুন 2013

  • স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতালে ফরমালিনের প্রয়োজনীয়তার বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট তথ্য প্রেরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতালে ফরমালিনের প্রয়োজনীয়তা এবং কিভাবে তা মেটানো যায় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।