FacebookTwitterGoogleYoutube

ইয়ার বুক

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তার অধীনস্থ সংস্থাসমূহ উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে সেক্টর ওয়াইড এপ্রোচের মাধ্যমে। বর্তমানে ২০১১-১৬ সাল মেয়াদে এই কর্মসূচীর নাম হেলথ, পপুলেশন এ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

২০০৩-২০১১ সাল মেয়াদের কর্মসূচীর নাম ছিল হেলথ, নিউট্রিশন এ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম।এই সেক্টর কর্মসূচী বাস্তবায়িত হয় বেশ ক'টি অপারেশনাল প্লানের মাধ্যমে।স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্লানগুলির অর্জন নিয়ে ইয়ার বুক ২০০৮ এবং ইয়ার বুক ২০০৯ নামে দুটি প্রকাশনা বের করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতি বছর এনুয়াল প্রোগ্রাম রিভিউ নামে একটি প্রকাশনা বের করে থাকে। সেজন্য ইয়ার বুকের প্রকাশনা অব্যাহত রাখা হয়নি।