FacebookTwitterGoogleYoutube

আইএমসিআই নিউজ লেটার

 ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেসেস বিষয়ক নিয়মিত নিউজ লেটার।ইউনিসেফের সহযোগিতায় ৬ মাস পর পর প্রকাশিত হয়। ভাষা ইংরেজী।

দেশের অনেক সরকারী উপজেলা, জেলা বা অন্য হাসপাতালকে আইএমসিআই হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।অনেক বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানও আইএমসিআই প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এছাড়া কমিউনিটি আইএমসিআই প্রোগ্রামও রয়েছে। এই নিউজ লেটারে এসব প্রতিষ্ঠানের সেবার তথ্য ও উপাত্ত নিয়ে বিশ্লেষন ও প্রতিবেদন থাকে।