সার্কুলার/ বিজ্ঞপ্তি Archive
সার্কুলার/ বিজ্ঞপ্তি Files
Updated on 27 জুন 2013
-
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানে কর্মরত বি.সি.এস (স্বাস্থ্য) যারা এখনো বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহন করেননি তাদের তথ্যাদি উল্লেখিত নিয়ম অনুসারে জরুরী ভিত্তিতে দুই কার্যদিবসের মধ্যে e.mil অথবা fax যোগে পাঠানোর নির্দেশ।
Updated on 27 জুন 2013
-
সাধারন ভবিষ্য তহবিল বিধি ১৯৭৯ এর ১০ল(১), ক,খ, ও গ ধারা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর নিয়ন্ত্রনাধীন বিভাগীয় প্রধান, বিভাগীয়/ আঞ্চলিক/ জেলা উপজেলা পর্যায়ে অফিস প্রধানগণের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা sub delegaton-2008 এ অনুচ্ছেদ ২৬-এ কর্মকর্তা/ কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম মঞ্জুরীর জন্য।
Updated on 27 জুন 2013
-
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুসারে সকল হাসপাতাল, ক্লিনিক, মাতৃসদন সম্পুর্নভাবে ধূমপানমুক্ত। এই আইনের বিধান অনুসারে এ সকল প্রতিষ্ঠানে ধূমপানের জন্য কোন নির্দিস্ট কক্ষ রাখারও বিধান নেই। ধূমপানমুক্ত এসব স্থানে ধূমপান দন্ডনীয় অপরাধ।
Updated on 27 জুন 2013
-
সংশ্লিষ্ট সকলের আবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ তম বিসিএস পরীক্ষা ২০১১ আর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িক ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে তাদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কর্তিক গঠিত সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হবে।
Updated on 27 জুন 2013
-
৩০ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের যে সকল সহকারী সার্জন ১২/০৮/২০১২ স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকায় যোগদান করেছেন তারা, নির্ধারিত সময়ে পদায়িত কর্ম স্থলে যোগদান প্রসঙ্গে।
Updated on 27 জুন 2013
-
সকোলের অবগতি ও কার্জার্থে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক অনুমোদন ব্যায় মঞ্জুরীর জন্য প্রেরিত কাগজ পত্রের সহিত ক্রয়কারী কর্তিপক্ষ দরপত্র বিজ্ঞপ্তির মোট টাকার অঙ্ক উল্লেখ করেন না। অনেক সময় দেখা যায় ক্রয়কারী কর্তিপক্ষ একই দরপত্রের বিজ্ঞপ্তিতে তহবিলের উৎস আকাধিক দেখান।
Updated on 27 জুন 2013
-
৩০ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে এর মাধ্যমে ১২/০৮/২০১২ খ্রীঃ তারিখে যোগদানকৃত সহকারী সার্জনগণের জন্যে নির্দেশনা জারী করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত দেয়া আছে।
Updated on 27 জুন 2013
-
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জনাব মোঃ বাবুল আক্তারকে পুনারাদেশ না দেয়া পর্যন্ত বদলী করে চট্রগ্রাম জেলার লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনলজিস্ট (ইপিআই) এর শুন্য পদে নিজ বেতনে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হইল।
Updated on 27 জুন 2013
-
আমরা অত্যন্ত দুঃখের সংগে জানাচ্ছি যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অধ্যাপক ডাঃ কে. এ. খালেক বার্ধক্যজনিত কারণে গত ২০ আগস্ট ২০১২ তারিখ রাত ১:৩০ মিনিটের সময় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
Updated on 27 জুন 2013
-
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০১২ (১৪৩৩ হিজরী) উদযাপন উপলক্ষে নির্ধারিত ছুটির মধ্যে আগামী ১৬/০৮/২০১২ ও ঈদের পরের দিন সীমিত আকারে সরকারী হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখা প্রসঙ্গে।
Updated on 27 জুন 2013
-
২০১২-২০১৩ সালের মেডিক্যাল ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Updated on 27 জুন 2013
-
“Japanese Grant Aid for Human Resource Development Scholarship 2013 – 2014” এর আওতায় বি সি এস ক্যাডার ভূক্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেণীর অফিসারগণের নিকট থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Updated on 27 জুন 2013
-
ভারত সরকারের বৃত্তির আওতায় বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১৪ জন প্রার্থীকে জরুরি ভিত্তিতে নিয়োগ দান প্রসঙ্গে।
Updated on 27 জুন 2013
-
ডাক্তারগণ যারা জুলাই ২০১২ হতে প্রেষণ –এর আবেদন করছেন ( চিকিৎসা বিষয়ক শিক্ষা উদ্দেশ্য ) তাদের উদ্দিষ্ট করা হল পরিচালক ( চিকিৎসা বিষয়ক শিক্ষা ) এর অফিসে একটি অঙ্গীকারনামা দাখিল করার জন্য।