FacebookTwitterGoogleYoutube

ভিটামিন ‘এ’ ক্যাপসুল মানসস্পন্ন, জীবাণুমুক্ত ও নিরাপদ: স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য

0.0/5 rating (0 votes)
  • Last update: 27 জুন 2013
  • File size: 13.69 KB
  • Downloaded: 1531

ঢাকা, ১২ মার্চ ২০১৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনস্ত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ এখলাসুর রহমান এক বিবৃতিতে বলেন ‘যে আজকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ব্যাবরিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল মানসস্পন্ন, জীবাণুমুক্ত ও নিরাপদ’। তিনি বলেছেন “TUV/ SUV pte Ltd” নামক সিংগাপুরের ল্যাবরেটরিতে (WHO Prequalified ) পরীক্ষিত রিপোর্টে দেখা গেছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুলে ভিটামিন ‘এ’ এবং ‘ই’ সঠিক মাত্রায় আছে এবং এগুলো জীবাণুমুক্ত ও নিরাপদ। তাই পত্রপত্রিকায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোজের মাধ্যামের লিখা দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। আজকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করুন। তার লিখা বক্তব্যটি দেখতে এখানে ক্লিক করুন।