FacebookTwitterGoogleYoutube

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাগণকে সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি

Updated on 07 December 2014

  • বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাগণকে সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ০৯/১২/২০১৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সভা কক্ষে (কক্ষ নং- ৩৩২, ভবন নং-৩, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবাল্‌ ঢাকা) নোটিশের সাথে সংযুক্ত তালিকার সহকারী পরিচালক সকল, ডেপুটি সিভিল সার্জন সকল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ক্রমিক নং ১ হতে ৪০ এবং আগামী ১০/১২/২০১৪ তারিখে সকাল ১১টায় সংযুক্ত তালিকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ক্রমিক নং ৪১ হতে ১৩৪ এ উল্লিখিত কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়া হবে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম-১ প্রেরণ প্রসঙ্গে

Updated on 04 December 2014

  • স্বাস্থ্য অধিদপ্তরের ২৪/০৯/২০১৪ ইং তারিখের স্মারক নং- ১১৩৯৭ মোতাবেক ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত সকল কর্মকর্তাগণের এসিআর প্রেরণ করার জন্য তাগিদপত্র দেয়া হয়েছিল। কিন্তু এখনও অনেক কর্মকর্তার এসিআর নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করা হয়নি। এই বিজ্ঞপ্তি জারীর সাত (০৭) কর্মদিবসের মধ্যে এসিআর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। অন্যথায় এসিআর দাখিলে ব্যর্থ হলে কর্মকর্তা নিজেই দায়ী থাকবেন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির আবেদন আহ্বান

Updated on 03 December 2014

  • ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী), বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারী) এবং বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে নির্ধারিত ছকে এবং সংযুক্ত বিজ্ঞপ্তিতে লিখিত শর্তাধীনে শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপত্র জমা শুরুর ও শেষের তারিখ, ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য বিস্তারিত নিয়মাবলী এখানে সংযুক্ত করা হয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

মেডিকেল অফিসার/ সহকারী সার্জনকে এম ও পিএইচএন (MO-PHN) দায়িত্ব প্রদান প্রসঙ্গে

Updated on 20 November 2014

  • জেলা সদর/ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইএমসিআই ও পুষ্টি কর্নার পরিচালনার জন্য একজন মেডিকেল অফিসার/ সহকারী সার্জনকে এম ও পিএইচএন (MO-PHN) দায়িত্ব প্রদান প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

দেশের পুরাতন ৮টি এবং নতুন ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগে সৃজিত ২১৭টি পদ সংরক্ষণ প্রসঙ্গে

Updated on 13 November 2014

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের পুরাতন ৮টি এবং নতুন ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগে সৃজিত ২১৭টি পদ সংরক্ষণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পত্র জারীর ৩ (তিন) কর্মদিবসের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি বিশেষবাহক/ফ্যাক্স মারফত (৮৮২৪১১৬) প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরী। যথাসময়ে তথ্যাদি প্রেরণে ব্যর্থ হলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর দায়ী থাকবে না। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

কর্মস্থলে চিকিৎসকদের ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণ

Updated on 12 November 2014

  • বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দারগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে চিকিৎসকদের দায়িত্ব পালনে যথাযথ গুরুত্বারোপ করেছে। সারাদেশে চিকিৎসকদের ইলেকট্রনিক হাজিরা নিশ্চিতকরণের জন্য স্থাপিত বায়োমেট্রিক মেশিন স্থাপন করা হয়েছে।  বিষয়টি অত্যন্ত জরুরী। বিস্তারিত দেখুন