FacebookTwitterGoogleYoutube

দেশের পুরাতন ৮টি এবং নতুন ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগে সৃজিত ২১৭টি পদ সংরক্ষণ প্রসঙ্গে

0.0/5 rating (0 votes)
  • Last update: 13 November 2014
  • File size: 39.62 KB
  • Downloaded: 3954

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের পুরাতন ৮টি এবং নতুন ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগে সৃজিত ২১৭টি পদ সংরক্ষণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পত্র জারীর ৩ (তিন) কর্মদিবসের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যাদি বিশেষবাহক/ফ্যাক্স মারফত (৮৮২৪১১৬) প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। বিষয়টি অতীব জরুরী। যথাসময়ে তথ্যাদি প্রেরণে ব্যর্থ হলে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর দায়ী থাকবে না। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।