সাপোর্ট টিকেট
"সাপোর্ট টিকেট" বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এক অনন্য সংযোজন। ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা এবং দেশের সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ধারাবাহিকতাতেই কাগজনির্ভর এবং সময়সাপেক্ষ নথিব্যবস্থাপনার পরিবর্তে প্রযুক্তিনির্ভর দ্রুত নিষ্পত্তিযোগ্য ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রশাসনিক কারনে অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে যেসব চাহিদা প্রেরণ করতে হতো, তা এখন অনলাইনে সাপোর্ট টিকেট এর মাধ্যমে দ্রুত নিস্পত্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এর অধীনস্ত সকল প্রতিষ্ঠানে সাপোর্ট টিকেট একটি জনপ্রিয় ও ফলপ্রসূ সফটওয়্যার টুলে পরিণত হচ্ছে।
জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রসংগে।
বিষয়সমুহঃ
সাধারন নির্দেশাবলীঃ
· বিষয়ভিত্তিক প্রকাশিত খসড়া তালিকায় নাম,কোড নং, বর্তমান কর্মস্থল, চাকুরীতে স্থায়ীকরন/নিয়মিতকরনের তারিখ ও স্বারক নং, বিসিএস ব্যাচ ও মেধাক্রম অর্জিত স্নাতকোত্তর ডিগ্রী, সিনিয়র স্কেল পাশের তারিখ এবং এসিআর সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপিত হয়েছে কিনা লক্ষ্য করতে হবে।
· এসিআর এর ক্ষেত্রে সালের পাশে ‘০’ উল্লেখিত সনের এসিআর/পিআর এর অপ্রাপ্যতা নির্দেশ করে।
· চাকুরীতে স্থায়ীকরনের তারিখ ও স্বারক নং এবং সিনিয়র স্কেল পাশের তারিখ না থাকলে চাকুরী স্থায়ী হয়নি এবং সিনিয়র স্কেল পাশ নাই বলে বিবেচিত হবে।
হেলথ বুলেটিন ২০১৬
MA4H রিজিওনাল কনফারেন্স, ২৬-২৮এপ্রিল, ঢাকা
মার্কেট-প্লেস প্রেজেন্টেশন
Civil Registration and Vital Statistics Program in Bangladesh
CRVS program by Plan International
Possible EHR for Govt Partners Nepal
Multi-stakeholder HMIS platform for Bangladesh
Mapping of Urban Health Facilities in Bangladesh
ICT4D Intervention by Plan International Bangladesh
মার্কেট-প্লেস পোস্টার
Complain & Suggestion on Health Services
Online Data Entry at Community Clinic
মার্কেট-প্লেস ভিডিও