FacebookTwitterGoogleYoutube

ইয়ার বুক

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তার অধীনস্থ সংস্থাসমূহ উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে সেক্টর ওয়াইড এপ্রোচের মাধ্যমে। বর্তমানে ২০১১-১৬ সাল মেয়াদে এই কর্মসূচীর নাম হেলথ, পপুলেশন এ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

এইচআইএস, ই-হেলথ এবং এমবিটি নিউজলেটার

 এইচআইএস,ই-হেলথ এবং এমবিটি নিউজলেটার একটি মাসিক প্রকাশনা। স্বাস্থ্য অধিদপ্তর এর এমআইএস শাখার তিনটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো-হেলথ ইনফরমেশন সিস্টেম, ই-হেলথ এবং মেডিকেল বায়োটেকনলজী। নিউজলেটারটি এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তিনটির মাসিক অগ্রগতি প্রকাশ করে থাকে।

অন্যান্য প্রকাশনা

 নিয়মিত প্রকাশনা ছাড়াও এমআইএস বিভাগের অন্য অনিয়মিত প্রকাশনা রয়েছে । অনিয়মিত প্রকাশনাগুলোসহ অধিদপ্তরের অন্য বিভাগ বা অন্য প্রতিষ্ঠানের প্রকাশনাও এই ওয়েব সাইটে রাখা হয়।