FacebookTwitterGoogleYoutube

নোটিশ বোর্ড

সেবার মানের দৃশ্যমান উন্নয়ন সাধনের...

Background The Management Information System (MIS) unit of the Directorate General of Health Services (DGHS) has launched a...

২ এপ্রিল ২০১৪ -- বাংলাদেশের স্বাস্থ্য খাতের তৃণমূলে যাচ্ছে ইন্টারনেট সংযোগ

স্থানীয়ভাবে আয়োজিত পৃথক কর্মসূচীর মাধ্যমে দেশের সব ক’টি উপজেলার সব ক’টি কমিউনিটি ক্লিনিক (১২,৫০০-এর উপর) ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে (১,২৭৫) ল্যাপটপ ও ইন্টারনেট মডেম বিতরণ ও একই সাথে স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীদের (১২,০০০) মধ্যে ইন্টারনেট সংযোগসহ ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হচ্ছে আজ। এই যন্ত্রগুলো স্বাস্থ্য তথ্য সংগ্রহ, স্বাস্থ্য কর্মীদের কাজে উপস্থিতি তদারকি, টেলি-মেডিসিন বা মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করে সেবা গ্রহিতাদেরে স্বাস্থ্য শিক্ষা প্রদান, স্বাস্থ্য কর্মীদের ই-লার্নিং প্রভৃতি কাজে ব্যবহৃত হবে। কিভাবে এগুলো ব্যবহৃত হবে তা বোঝার জন্য এই লিংকটিতে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=bA95SJAU5F4. বিতরণ কর্মসূচী কেন্দ্রীয়ভাবে একই তারিখে দুপুর ১২:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস অডিটরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এই লিংকেঃ http://www.webtvnext.com/live/show/2364096#