স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন UNFPA's Support to 4th HPNSP through DGHS প্রকল্পের আওতায় COVID-19 জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রথম ২০৬ জন প্রার্থীদের ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন UNFPA's Support to 4th HPNSP through DGHS প্রকল্পের আওতায় COVID-19 জরুরী পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল / কোভিড ডেডিকেটেড হাসপাতাল / ইউনিট সমূহে এবং স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের জন্য মেডিকেল অফিসার অদ্য ২৯ মে ২০২১ ইং তারিখ সকাল ১১:০০ টায় বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এ লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রথম ২০৬ (দুইশত ছয়) জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে । যাদের মৌখিক পরীক্ষা আগামীকাল ৩০ মে ২০২১ সকাল ০৮:৩০ মিনিটে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এ অনুষ্ঠিত হবে । ফলাফল দেখতে এখানে ক্লিক করুন