আগামী ১লা জানুয়ারী ২০১৮ তারিখ থেকে পিডিএস সফটওয়্যারটি বন্ধ হওয়া প্রসঙ্গে।
স্বাস্থ্য অধিদপ্তরাধীন সকল প্রথম শ্রেনীর কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংরক্ষনের জন্য অনলাইন পিডিএস ও সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এইচআরআইএস সফটওয়্যার দুটি চালু আছে। বর্তমানে এইচআরআইএস সফটওয়্যারটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন অন্যান্য বিভাগও ব্যবহার করা হচ্ছে। অনলাইন পিডিএস সফটওয়্যারে অনেক সীমাবদ্ধতা আছে যা ইন্ট্রিগেটেড এইচআরআইএস সফটওয়্যার-এ নেই। বর্তমানে এইচআরআইএস সফটওয়্যার দিয়ে ট্রান্সফর, পোস্টিং, প্রোমোশন প্রভৃতি কাজ করা হচ্ছে। এইচআরআইএস সফটওয়্যারের পাশাপাশি পিডিএস সফটওয়্যারটি পৃথকভাবে থাকার প্রয়োজন নেই। এ বিবেচনায় আগামী ১লা জানুয়ারী ২০১৮ তারিখ থেকে পিডিএস সফটওয়্যারটি বন্ধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ এর মধ্যে এইচআরআইএস সফটওয়্যার-এ চিকিৎসকগণ নিজ দায়িত্বে কর্মরত প্রতিষ্ঠানের এইচআরআইএস দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে যোগাযোগ পূর্বক স্ব-স্ব এইচআরআইএস প্রোফাইল আপডেট করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। পরবর্তীতে কেবল এইচআরআইএস সফটওয়্যার থেকে তৈরীকৃত Short এবং Full বায়োডাটা (PDS) সকল কর্মকান্ডে ব্যবহার করা হবে। অফিস আদেশটি দেখতে এখানে ক্লিক করুন।