৩৩তম বিসিএস পর্যন্ত বুনিয়াদী প্রশিক্ষণ না নেয়া চিকিৎশকদের তালিকা।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত চিকিৎশকগণের মধ্যে ৩৩তম বিসিএস পর্যন্ত প্রায় ২৬০০ জন এখনও পর্যন্ত বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন নাই। তালিকাভুক্ত ডাক্তারগনের মধ্যে অনেককে ইতিপূর্বে মনোনীত করা হলেও তারা বুনিয়াদী প্রশিক্ষণকে গুরুত্ব না দিয়ে তাতে অংশ গ্রহণ করেন নাই। ক্যাডার কর্মকর্তা হিসাবে মেডিক্যাল শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের চেয়ে ক্যাডার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেশী জরুরী। তাই পরবর্তীতে তালিকাভুক্ত চিকিৎশকগণকে প্রশিক্ষণে মনোনীত করা হলে অবশ্যই সময়মত বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ থাকে যে, ভবিষ্যতে বুনিয়াদী প্রশিক্ষণ না থাকায় কারনে কেহ পদোন্নতি বঞ্চিত হলে তিনি নিজেই ইহার জন্য দায়ী থাকিবেন। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।