HRIS (পূর্বের HRM) সফটওয়ারে বায়োডাটা Move In সংক্রান্ত
আপনারা অবগত আছেন যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সকল জনবলের তথ্য ব্যবস্থাপনার জন্য এইচআরএইচ (পূর্বের এইচআরএম) সিস্টেম চালু করেছে। এ সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান-ভিত্তিক প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর সকল তথ্য সংযোজন / হালনাগাদ করার ব্যবস্থা আছে। বর্তমানে নিয়োগ বা পদায়নের জন্যে শূন্য পদের তথ্য এবং পদোন্নতিসহ চাকুরী সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কর্মকান্ড এ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সুতরাং, সকলের আপডেটেড বায়োডাটা HRIS Software-এ থাকা আবশ্যক। যাদের বায়োডাটা HRIS Software-এ নেই তাদেরকে আগামী ১৭ মে ২০১৬ তারিখের মধ্যে বায়োডাটা অর্ন্তভূক্ত করার অনুরোধ করা হলো।
এছাড়া যে সকল কর্মকর্তা-কর্মচারীর বায়োডাটা HRIS Software-এ সংরক্ষিত আছে, কিন্ত কোন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নন তাদেরকে নিজ প্রতিষ্ঠানের HRIS Software-এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জরুরীভাবে সংযুক্ত (Move in) হতে অনুরোধ করা হলো। সফটওয়্যারের লিন্ক- http://hrm.dghs.gov.bd । কোন প্রতিষ্ঠানে সংযুক্ত নন এমন ব্যক্তিদের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন ।