MNHI Newsletter
স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি কেন্দ্রীয়ভাবে ল্যাপটপ, ইন্টারনেট মডেম এবং ইন্টারনেট সংযোগসহ ট্যাবলেট কম্পিউটার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন (২ এপ্রিল, ২০১৪)
গত ২ এপ্রিল ২০১৪ স্থানীয়ভাবে আয়োজিত কর্মসূচীর মাধ্যমে দেশের সব ক’টি উপজেলার সব ক’টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ল্যাপটপ ও ইন্টারনেট মডেম এবং স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীদের মধ্যে ইন্টারনেট সংযোগসহ ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়। দুপুর ১২:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস অডিটরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচীটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি ও সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব জনাব এম এম নিয়াজ উদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বকরেন। শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ডাঃ মাখদুমা নার্গিস। বিতরণ কর্মসূচীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিঃ ও উন্নঃ) ও পরিচালক, এমআইএস-অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। স্বাস্থ্যমন্ত্রী একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার, একজন স্বাস্থ্য মাঠকর্মী (স্বাস্থ্য সহকারী) ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত একজন চিকিৎসকের হাতে ল্যাপটপ, মডেম ও ট্যাবলেট কম্পিউটার তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিটি উপজেলায় পৃথক কার্যক্রমের মাধ্যমে এই বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, 'স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৪' বিতরণ করছেন
গত ২৩শে ফেব্রুয়ারি ২০১৪ ঢাকাস্থ সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে সরকারি পর্যায়ের চিকিৎসকদের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জাহিদ মালেক, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ জয়ন্ত লিয়ানাগে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং এমআইএস শাখার পরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ। । আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৯জন-কে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সারা দেশের উপজেলা হাসপাতালজেলা হাসপাতাল ও সিভিল সার্জনদের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি
আরো নিবন্ধ...
- মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আয়োজিত 'ই-স্বাস্থ্য সেবা সংক্রান্ত মান নির্ধারন ও আন্তঃক্রিয়া’র উপর অনুষ্ঠিত আন্তঃ-মন্ত্রী পর্যায়ের সভায়(জেনেভা, ১০-১১ ফেব্রুয়ারি ২০১৪) বক্তব্য রাখছেন
- ২১তম জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
- সেক্টর প্রোগ্রাম
- কর্ম পরিকল্পনা ২০১১-১৬ (2)