FacebookTwitterGoogleYoutube

নোটিশ বোর্ড

সেবার মানের দৃশ্যমান উন্নয়ন সাধনের...

Background The Management Information System (MIS) unit of the Directorate General of Health Services (DGHS) has launched a...

  • DSC 3823
  • Health Batayan 27 12 2015

২৫ জেলায় সিভিল সার্জনের দপ্তর এবং লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেনীর বিভিন্ন পদে যোগদানের নিমিত্তে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল

২৫ জেলায় সিভিল সার্জনের দপ্তর (রাজবাড়ী/ গাজীপুর/ বরগুনা/ মাদারীপুর/ রংপুর/ দিনাজপুর/ কুড়িগ্রাম/ লালমনিরহাট/ পঞ্চগড়/ নীলফামারী/ ঠাকুরগাঁও/ গাইবান্ধা/ জামালপুর/ নাটোর/ ফরিদপুর/ চাঁপাইনবাবগঞ্জ/ পিরোজপুর/ ভোলা/ শরীয়তপুর/ গোপালগঞ্জ/ মৌলভীবাজার/ মানিকগঞ্জ/ নরসিংদী/ ব্রাক্ষনবাড়িয়া/ জয়পুরহাট) এবং লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেনীর বিভিন্ন পদে যোগদানের নিমিত্তে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনগণ ৩১/০৭/২০১৪ ইংরেজী তারিখের মধ্যে যোগদানের সকল ব্যবস্থা গ্রহন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সকলকে তাদের মূল সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসে যোগাযোগ করবেন। ফলাফল জানতে স্বাস্থ্য সহকারী (হেলথ এ্যাসিসট্যান্ট), ৩য় শ্রেণী, ৪র্থ শ্রেণী এবং লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালের ফলাফল বিজ্ঞপ্তি পেতে সংশ্লিষ্ট নামে ক্লিক করুন।