FacebookTwitterGoogleYoutube

অনলাইনে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রক্রিয়াকরণ

অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। সরকারী-বেসরকারী সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে সরকারী নিয়ন্ত্রণাধীনে এক এবং অভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচী তদারকি সফটওয়্যার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রতি মাসে একবার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা করে থাকে। এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব। এই পর্যালোচনা সভার সুবিধার্থে বার্ষিক উন্নয়ন কর্মসূচী তদারকি সফটওয়্যার নামে একটি ডাটাবেইজ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

অফিসিয়াল কর্মসূচী ব্যবস্থাপনা সফটওয়্যার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও অধঃস্থন অফিসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দকে দৈনন্দিন অফিসের বিভিন্ন সভা, সমাবেশ ও অন্য কর্মসূচীতে ব্যস্ত থাকতে হয়।

মানব সম্পদ ডাটাবেইজ

এমআইএস মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য ৩টি ডাটাবেইজ ব্যবহার করে থাকে। এগুলো হলোঃ পার্সোনাল ডাটা শীট বা পিডিএস; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিসটেম ও ফিল্ড স্টাফ ইনফরমেশন সিসটেম।

এসএমএস-এর মাধ্যমে স্বাস্থ্য পরিসংখ্যান

আমরা আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য হালনাগাদ স্বাস্থ্য পরিসংখ্যান জানানোর ব্যবস্থা করেছি। যে কোন স্বাস্থ্য পরিসংখ্যান জানতে হলে এসএমএস পাঠান ১৬৩৪৫ নম্বরে।