FacebookTwitterGoogleYoutube

জরুরী প্রসূতি সেবা দানের মাধ্যমে শিশু মৃত্যু হার উল্লেখ যোগ্য ভাবে কমেছে ।

0.0/5 rating (0 votes)
  • Last update: 02 July 2013
  • File size: 3.85 MB
  • Downloaded: 314
স্বাস্থ্য অধিদপ্তর ও এর অন্যান্য সহায়ক প্রতিষ্ঠান জরুরী প্রসূতি সেবা দানের মাধ্যমে শিশু মৃত্যু হার উল্লেখ যোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে। জরুরী ধাত্রীবিদ্যাসংক্রান্ত সেবা প্রোগ্রাম বর্তমানে, সব পাবলিক মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সাধারণ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং মাতৃত্ব ও শিশুকল্যাণ কেন্দ্রে এ সেবা ​​প্রদান করা হয়। বেসরকারী ক্লিনিক / হাসপাতাল এবং এনজিও এ সেবা প্রদান করে থাকে। এ ব্যাপারে এখানে বিস্থারিত বিবরন দেয়া আছে।