FacebookTwitterGoogleYoutube

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, 'স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৪' বিতরণ করছেন

গত ২৩শে ফেব্রুয়ারি ২০১৪ ঢাকাস্থ সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে সরকারি পর্যায়ের চিকিৎসকদের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জাহিদ মালেক, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ জয়ন্ত লিয়ানাগে। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং এমআইএস শাখার পরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ। । আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৯জন-কে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সারা দেশের উপজেলা হাসপাতালজেলা হাসপাতাল ও সিভিল সার্জনদের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।