FacebookTwitterGoogleYoutube
ত্রুটি
  • JUser: :_load: ব্যবহারকারীর আইডি: 36 লোড করতে ব্যর্থ

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আয়োজিত 'ই-স্বাস্থ্য সেবা সংক্রান্ত মান নির্ধারন ও আন্তঃক্রিয়া’র উপর অনুষ্ঠিত আন্তঃ-মন্ত্রী পর্যায়ের সভায়(জেনেভা, ১০-১১ ফেব্রুয়ারি ২০১৪) বক্তব্য রাখছেন

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আয়োজিত 'ই-স্বাস্থ্য সেবা সংক্রান্ত মান নির্ধারন ও আন্তঃক্রিয়া’র উপর অনুষ্ঠিত আন্তঃ-মন্ত্রী পর্যায়ের সভায় দলীয় বক্তা হিসেবে যোগদান করেন। এই সভা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদরদপ্তর, জেনেভায় ১০ থেকে ১১ ফেব্রুয়ারি, ২০১৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই সভায় মাননীয় মন্ত্রী মহোদয় বাংলাদেশের ই- স্বাস্থ্য সেবা সংক্রান্ত মানদণ্ড নির্ধারণ ও একই বা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ডাটাবেইজসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অগ্রগতি তুলে ধরেন। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অগ্রগতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর অন্যান্য সদস্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহ হতে আগত প্রতিনিধিদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়।