জলাতঙ্ক বা রেবিস একটি মারাত্মক ধরণের প্রাণঘাতী ভাইরাস রোগ। কুকুর, বিরাল, খেঁকশিয়াল, বানর, বাদুর, বেজি, নেকড়েবাঘ ইত্যাদি প্রাণীর কামর বা আচড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। জলাতঙ্ক রোগের সংক্রামণ হলে রোগির মৃত্যু অনিবার্য। কিন্তু প্রাণীর আক্রমনের পর প্রতিরোধক টিকা নিলে রোগ সংক্রামণ প্রতিরোধ করা সম্ভব প্রায় শতভাগ। আগামী ২৪/০৯/২০১৪ ইং তারিখ হতে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে সরাকারীভাবে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান শুরু হতে যাচ্ছে। বিজ্ঞপ্তিটি পেতে এখানে ক্লিক করুন।