বিষয়সমুহঃ
সাধারন নির্দেশাবলীঃ
· বিষয়ভিত্তিক প্রকাশিত খসড়া তালিকায় নাম,কোড নং, বর্তমান কর্মস্থল, চাকুরীতে স্থায়ীকরন/নিয়মিতকরনের তারিখ ও স্বারক নং, বিসিএস ব্যাচ ও মেধাক্রম অর্জিত স্নাতকোত্তর ডিগ্রী, সিনিয়র স্কেল পাশের তারিখ এবং এসিআর সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপিত হয়েছে কিনা লক্ষ্য করতে হবে।
· এসিআর এর ক্ষেত্রে সালের পাশে ‘০’ উল্লেখিত সনের এসিআর/পিআর এর অপ্রাপ্যতা নির্দেশ করে।
· চাকুরীতে স্থায়ীকরনের তারিখ ও স্বারক নং এবং সিনিয়র স্কেল পাশের তারিখ না থাকলে চাকুরী স্থায়ী হয়নি এবং সিনিয়র স্কেল পাশ নাই বলে বিবেচিত হবে।