FacebookTwitterGoogleYoutube
ত্রুটি
  • JUser: :_load: ব্যবহারকারীর আইডি: 36 লোড করতে ব্যর্থ

টেলিমেডিসিন সেবা এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বাংলাদেশের ৪,৫৩৬টি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র পরিচালনা করে থাকেন। এই কেন্দ্রগুলো স্থানীয় জনগণকে নামমাত্র চার্জে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করে মানসম্মত সেবা দিয়ে থাকে।

স্থানীয় উদ্যোক্তাগণ এই কেন্দ্রগুলো চালিয়ে থাকেন। এটুআই এই কেন্দ্রগুলোতে কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার এবং ইন্টারনেট মডেম দিয়েছে। প্রাথমিকভাবে ২২টি ইউনিয়ন ও তথ্য সেবাকেন্দ্রে স্কাইপে ব্যবহার করে টেলিমেডিসিনসেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসকগণ এমআইএস অফিসে বসে প্রতি কর্মদিবসে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। গ্রামীণ জনগণ এই সেবাকে স্বাগত জানিয়েছে এবং বর্তমানে টেলিমেডিসিন সেবা একটি মানসম্মত সেবা আকারে সকলের কাছে গৃহীত হয়েছে।