FacebookTwitterGoogleYoutube

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অবস্থান

বাংলাদেশ ইতোমধ্যেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশ কিছু লক্ষ্য অর্জন করতে পারেছে, যেমন দারিদ্রের হার কমানো, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের লিঙ্গ বৈষম্য কমানো, ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানো, এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ঔষধের প্রাপ্যতা, ৫ বছরের কম বয়সি শিশুদের কীটনাশক যুক্ত মশারির ব্যবহার এবং যক্ষা সনাক্তকরণ ও সরাসরি তত্ত্বাবধানে মাধ্যমে ঔষধ প্রয়োগের মাধ্যমে যক্ষ্মা নিরাময়ের হার বৃদ্ধি। এছাড়া দারিদ্র্য হার হ্রাস, কম ওজনের শিশুদের সংখ্যা কমানো, প্রাথমিক বিদ্যালয়ে সিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, নবজাতক ও মাতৃ মৃত্যুহার কমানো, টিকাদান কর্মসূচির উন্নয়ন এবং সংক্রামক ব্যাধির প্রকোপ কমানোর ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে।