
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী ভর্তি প্রসঙ্গে
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী ভর্তি ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলীসহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এসএমএস পদ্ধতি এবং অনলাইনে আবেদনের বিস্তারিত নিয়মাবলী এখানে সংযুক্ত করা হয়েছে। এসএমএস এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ ১৫/৬/২০১৪। বিজ্ঞপ্তিটি পেতে এখানে ক্লিক করুন।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর ও ঝিনাইদহে অবস্থিত আটটি ট্রেনিং স্কুল (MATS)-এ ৩ বৎসর মেয়াদী + ১ বৎসর ইন্টার্নশীপ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে (DMF) ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও ঝিনাইদহ ও সিলেটে ৩ বৎসর মেয়াদী + ১ বৎসর ইন্টার্নশীপ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সে বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। আবেদনের শর্তাবলী ও এ-সংক্রান্ত নির্দেশনা এখানে সংযুক্ত আছে। এছাড়াও আবেদনপত্র পাঠাবার শেষ তারিখ ও ভর্তি পরীক্ষার সময়সূচী এখানে উল্লেখ করা আছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
জরুরী ভিত্তিতে তথ্য কেন্দ্র খোলা/ চালুকরণ প্রসঙ্গে
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জনগণের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজলভ্য ও রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে সকল সরকারী জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, টারশিয়ারি হাসপাতাল, বিশেষায়িত হাসপাতালসমূহে অতি জরুরী ভিত্তিতে তথ্য কেন্দ্র খোলা/ চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাসে অন্ততপক্ষে একবার স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞপ্তি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৮/০৫/২০১৪ খ্রিঃ তারিখের স্বাপকম/পার -২/১এ(পরি)-১/২০০৯/৩০৯ নম্বর প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী ১/০৬/২০১৪ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে যোগদান করেছেন। তাঁর দাপ্তরিক টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বর, ই-মেইল নম্বর সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংযুক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আরো নিবন্ধ...
- জরুরী প্রয়োজনের লক্ষ্যে ভারী যন্ত্রপাতির তালিকা প্রেরণ প্রসঙ্গে
- ২৫শে মে ২০১৪ তারিখের মধ্যে প্রদত্ত বরাদ্দের বিপরীতে সকল প্রকার আর্থিক বিল মন্ত্রনালয়ে ব্যয় মঞ্জুরীর জন্য প্রেরণ প্রসঙ্গে
- ৩য় ও ৪র্থ শ্রেণীর শুন্যপদে জনবল নিয়োগ সংক্রান্ত ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী
- বিদেশ ভ্রমণের অনুমতি ও অনুসরণীয় নির্দেশনার সংশোধনী