
নিহত ও আহত শ্রমিকের তালিকা
অবরোধ ও হরতালে নিহত ও আহত শ্রমিকের তালিকা প্রণয়ন। এখানে ক্লিক করুন।
০২(দুই)মাস মেয়াদী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের মনোনীত কর্মকর্তাদের তালিকা।
পল্লীউন্নয়ন একাডেমী(আরডিএ), বগুড়ায় আগামী ২৬-০৪-১৫ইং হতে ২৪-০৬-১৫ইং পর্যন্ত ০২(দুই) মাস মেয়াদী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে মনোনীত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২৫তম, ২৭তম ও ৩৩তম, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের তালিকা পেতে এখানে ক্লিক করুন।
সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ৩য় দফায় মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা থেকে ভর্তি প্রসংগে।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিইউএমএস, বিএএমএস এবং বিএইচএমএস কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শুন্য আসনে ভর্তির লক্ষ্যে অপেক্ষমান তালিকা পেতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এর জনবল নিয়োগ পরীক্ষা স্থগিত এর বিজ্ঞপ্তি।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এর জনবল নিয়োগের জন্য (ড্রাইভার, ইলেক:/লিফটম্যান/মেকানিক, অফিস সহায়ক(এমএলএসএস), ওয়ার্ডবয়, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি)২৪/০৪/২০১৫ইং তারিখের লিখিত পরীক্ষা অনিবার্য কারনবশত সাময়িকভাবে স্থগিত এর বিজ্ঞপ্তিটি পেতে এখানে ক্লিক করুন।
পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি (অধ্যাপক)
বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের বিভিন্ন পদে পর্যায়ক্রমে পদোন্নতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যায়ে অধ্যাপক পদে পদোন্নতির নিমিত্তে ফিডারপদে সহযোগী অধ্যাপক (নিয়মিত), অধ্যাপক (চলতি দায়িত্ব) কর্মরত নিম্নলিখিত কর্মকর্তাদের পার্শ্বে উল্লেখিত সংখ্যক প্রকাশনা ও বৎসর সমূহের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পাওয়া গেছে। অধ্যাপক পদে পদোন্নতির জন্য দেশে/বিদেশে (বিএমডিসি কর্তৃক স্বীকৃত) কমপক্ষে ০৫ (পাঁচ) টি প্রকাশনা ও ২০০৯-২০১৩ পর্যমত্ম ৫ (পাঁচ) বছরের এসিআর আবশ্যক। এমতাবস্থায় আগামী ৩০/০৪/২০১৫ তারিখের মধ্যে, নিম্নলিখিত কর্মকর্তাদের মধ্যে সংশ্লিষ্ট সকলের ২০১৩ সন পর্যন্ত বার্ষিক গোপনীয় অনুবেদন এবং কমপক্ষে ০৫ (পাঁচ) টি প্রকাশনার কপি যাদের নাই তারা স্বাস্থ্য অধিদপ্তরের ৬১৮ নম্বর কক্ষে জমা প্রদান পূর্বক প্রাপ্তি স্বীকার পত্র গ্রহন করার জন্য অনুরোধ করা হলো।
আরো নিবন্ধ...
- ০২(দুই)মাস মেয়াদী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের মনোনীত কর্মকর্তাদের তালিকা।
- মেডিকেল অফিসার/প্রভাষক (হোমিওপ্যাথিক) সমমান পদে কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী
- তদন্ত প্রতিবেদন মোতাবেক নিরুপনকৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রসংগে।
- ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজীতে অপেক্ষামান তালিকা হইতে প্রথম দফায় ছাত্র-ছাত্রী ভর্তি।